গত ১৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ রোজ সোমবার সকাল ১০.৩০ টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার মুদাচ্ছির বিন আলী-এর সভাপতিত্বে এবং ব্রেকিং দ্য সাইলেন্স-এর পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং প্রকল্প কর্মকর্তা জনাব জুমেনা শাহনাজ-এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন জনাব মোঃ বোরহান উদ্দিন ভূঞা, পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ - যুগ্ম সচিব), স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও প্রকল্প পরিচালক, বাংলাদেশে এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন জনাব মল্লিকা দে, উপ-পরিচালক, স্থানীয় সরকার, মৌলভীবাজার। এছাড়া্ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিকা মিত্র, উপ প্রকল্প পরিচালক, বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প, এনআইএলজি; জনাব মোহাম্মদ তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান, বড়লেখা উপজেলা পরিষদ, মৌলভীবাজার; জনাব হাওলাদার আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, বড়লেখা উপজেলা, মৌলভীবাজার।
এ কর্মশালার মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার প্রতিনিধিরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৫টি করে ভালো শিখন উপস্থাপন করেন। এরপর উপস্থিত স্থানীয় সরকার প্রতিনিধিদের ভোটের মাধ্যমে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক মূল্যায়নের প্রেক্ষিতে ৭ টি ভালো শিখন নির্বাচন করা হয়। কর্মশালায় বড়লেখা উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব, একজন নারী সদস্য ও একজন সদস্য (পুরুষ) সহ মোট ৪ জন করে এবং পৌরসভার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় মোট ৪২ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
কর্মশালায় ১০টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার পক্ষ থেকে উপস্থাপিত ৪৪ টি ভাল শিখনের মধ্য থেকে সেরা ৭টি ভাল শিখন ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় ।
নির্বাচিত ভাল শিখনগুলো হলো:
১. অনলাইনে সনদপত্র বিতরন (নাগরিক, উত্তরাধিকারী প্রত্যয়ন), ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন
২. গ্রাম আদালতের মাধ্যমে ৯০% মামলা/অভিযোগ নিস্পত্তি করা, ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন
৩. চেয়ারম্যানের উদ্যেগে শিক্ষা প্রতিষ্ঠান (২ টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি বেসরকারী উচ্চ বিদ্যালয়) নির্মান এবং শিক্ষকদের বেতন-ভাতা (মোট ২০ জন) প্রদান, ৮ নং দক্ষিনভাগ উত্তর ইউনিয়ন
৪. করোনা মোকাবেলায় জন সচেতনতা বৃদ্ধি ও সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করা, ৬নং বড়লেখা ইউনিয়ন
৫. পরিবেশ বিপর্যয় ও বজ্রপাত রোধে পরিকল্পিতভাবে পৌরসভার সকল রাস্তাঘাট ও ফাঁকা স্থানে বৃক্ষরোপন নিশ্চিত করা, বড়লেখা পৌরসভা
৬. বায়মেট্রিক পদ্ধতিতে ছাত্র ছাত্রী ও শিক্ষকবৃন্দের হাজিরা নিশ্চিত করার জন্য সফটওয়ার তৈরি করা, ২নং দাসেরবাজার ইউনিয়ন
৭. নিরবিচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিতকরণে ইউনিয়ন পরিষদ ভবনে সৌর বিদুৎ (১০০০ ওয়াট) স্থাপন, ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন।